নিরাপদ খাদ্য আইন, ২০১৩ এর উদ্দেশ্য পূরণকল্পে ভোলা জেলায় নিরাপদ খাদ্য অফিসার ২৫-১০-২০২০ইং তারিখে যোগদান করেন। ইতোমধ্যে বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ জেলা কার্যালয়, ভোলা এর চুক্তিভিত্তিক কার্যালয় স্থাপনের কার্যক্রম সম্পন্ন হয়েছে। মুজিববর্ষকে সামনে রেখে ভোলা এ কোভিড-১৯ এর স্বাস্থ্যবিধি অনুসরণ করে জনসচেতনতা সৃষ্টির লক্ষ্যে খাদ্যের নিরাপদতা শীর্ষক উপজেলা পর্যায়ে ০৩টি সেমিনার, ১টি ক্যারাভান রোড শো এর আয়োজন করা হয়েছে। এছাড়াও পাবলিক মিটিং, ভিডিও প্রদর্শন, মাইকিং, লিফলেট ও প্যাম্পলেট বিতরণ ইত্যাদি প্রচারমূলক কার্যক্রম পরিচালিত হচ্ছে।বিএফএসএ ভোলা জেলা কার্যালয় হতে ২০২০-২০২১ অর্থবছরে ৫০ জন খাদ্যকর্মীকে প্রশিক্ষণ প্রদান করা হয়েছে। খাদ্য পণ্যের গুণগতমান ও নিরাপদতা নিশ্চিতকরণের জন্য ২০২০-২১ অর্থবছরে ১০টি খাদ্য নমুনা পরীক্ষা করার জন্য বিভিন্ন পরীক্ষাগারে প্রেরণ করা হয়েছে । ২০২১-২২ অর্থ বছরে জেলা কার্যালয় ভোলা থেকে শিক্ষার্থীদের মধ্যে নিরাপদ খাদ্য বিষয়ক সচেতনতা সৃষ্টির লক্ষ্যে ভোলা জেলার ২ টি শিক্ষাপ্রতিষ্ঠানে সচেতনতা মূলক সেমিনার সম্পন্ন হয়েছে। খাদ্য পণ্যের গুণগতমান ও নিরাপদতা নিশ্চিতকরণের জন্য ২০২১-২২ অর্থবছরে ০৮ টি খাদ্য নমুনা পরীক্ষা করার জন্য বিভিন্ন পরীক্ষাগারে প্রেরণ করা হয়েছে । এছাড়াও ২০২০-২১ অর্থবছরে ১২০ জন খাদ্য ব্যবসায়ীকে প্রশিক্ষণের আওতায় নিয়ে আসা হয়েছে। এছাড়া ২০২৩-২০২৪ অর্থ বছরে প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের নিয়ে নিরাপদ খাদ্য বিষয়ে ০৪টি সেমনিার , শিক্ষার্থীদের মধ্যে নিরাপদ খাদ্য বিষয়ক সচেতনতা সৃষ্টির লক্ষ্যে ভোলা জেলায় ০৩ টি শিক্ষাপ্রতিষ্ঠানে সচেতনতা মূলক সেমিনার, গৃহিণীদের নিয়ে নিরাপদ নিরাপদ খাদ্য বিষয়ে ০২ টি উঠান বৈঠক, ৬০ জন খাদ্যকর্মীদের নিরাপদ খাদ্য বিষয়ে প্রশিক্ষণ প্রদান , খাদ্যে ভেজাল রোধে ১০ টি নুমনা সংগ্রহ করে পরীক্ষাগারে প্রেরণ করা হয়েছে ।নিরাপদ খাদ্য বিষয়ে জনগণের অভিযোগ ও পরামর্শ গ্রহণের জন্য হটলাইন সেবা ১৬১৫৫ এ প্রাপ্ত অভিযোগের তদন্ত ও পরামর্শ প্রদান কার্যক্রম চলমান রয়েছে ।
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস